পাহাড় আজো কাঁদে

হিমেল চাকমা

পাহাড় আজ অন্ধকারাচ্ছন্ন পিশাচের ছায়ায়
হিংস্র জানোয়ারের থাবা লেগেছে এই পাহাড়ে
কত অন্যায়, কত অবিচার, কত শত মানুষের আর্তনাদ
কত শোষণ-শাসন আর ধর্ষণ-
লুটপাট চালিয়ে যায় রাতের আঁধারে।

পায়ের তলার মাটি আজ বড় জাঁহাবাজ
হিংস্র হয়ে উঠেছে, আকাশ-
যখন তখন চোখ রাঙায় এবং মনে হয়
ভয়াবহ অন্ধকার নামছে আজ।

সেই স্বাধীন রাজার আমলে সামন্তবাদের নির্মম নির্যাতন-নিপীড়ন
ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শাসন
পাকিস্তান শাসনামলে উগ্র জাতীয়তাবাদ-
উগ্র মৌলবাদ আর সম্প্রসারণবাদের প্রতারণা, শোষণ-শাসন
আজ বাংলাদেশ শাসনামলেও পাহাড় আর পাহাড় নেই-
অন্যায়, অবিচার, অত্যাচারে দমিয়ে রেখেছে
পাহাড়কে বন্দী করেছে সেনাশাসনের কারাগারে,
পাহাড়ের মানুষ আজ সর্বস্বহারা, ক্ষত-বিক্ষত ও বিলুপ্ত প্রায়।

আজ আমরা বাকরূদ্ধ, আমরা অন্ধ, আমরা পরাধীন
আমাদের অধিকার হরণ করেছে তারা
আমাদের বঞ্চিত করেছে অধিকার থেকে আর-
অধিকারের কথা বললে লাগিয়ে দেয় নানান তকমা
বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী, চাঁদাবাজি আরো কত কি!!

আর কত সইবে আঘাত রূখে দাঁড়াও এবার
এই মানুষরূপী পিশাচদের ভিত্তিটাকে নাড়িয়ে দাও-
রক্ত চুষে খাচ্ছে এরা আর কত থাকবে ভয়ে?
রঙিন প্রাসাদ ঘরেছে তারা মোদের ঘাম ঝরা অর্থ দিয়ে।

চুপ করে ঘুমিয়ে থাকবো আর বলো কতকাল
ঘুম থেকে জেগে উঠো চলো আনবো নতুন সকাল!!!

More From Author