পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের দাবিতে যুব সমিতির রাঙামাটি শহর শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

0
1240

হিল ভয়েস, ১৭ জুন ২০২১, রাঙ্গামাটি: “দ্রোহ-বিপ্লবের সাহসী যুব প্রাণ, মুক্তির মিছিলে হও আগুয়ান” শ্লোগান দিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি শহর কমিটির ৫ম শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

যুব সমিতির রাঙামাটি শহর শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নিরুপম চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিটেশ চাকমার সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শাখা সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক শ্রী নগেন্দ্র চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চগ্যা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকী চাকমাসহ যুব সমিতি, পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ।

হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকী চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম আজ একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সে সাথে বাড়ছে নারীর উপর নিপীড়ন ও সহিংসতা। এর থেকে মুক্তি পেতে চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।’ তিনি পিসিপি, যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দকে একসাথে আন্দোলন জোরদার করার আহবান জানান।
পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চগ্যা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে যুব সমিতির কাউন্সিল নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কর্মীরা সাহসী বলেই কাউন্সিল করতে সক্ষম হচ্ছে।’ তিনিও আগত দিনগুলোতে যুব সমিতির সাথে জোটবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন।

যুব সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা বলেন, ‘পার্টি ও জনগণ একে অপরের পরিপূরক। অতীতে পার্টির সশস্ত্র জমানায় জনগণ অনেক সাহায্য সহযোগিতা দিয়েছে।’ তিনি জনগণের সাথে মিশে পার্টির কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নগেন্দ্র চাকমা বলেন, অতীতে পার্টির বিভিন্ন আন্দোলনে যুব সমিতি রাঙ্গামাটি শহর শাখা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নব গঠিত কমিটিও সে ধারাবাহিকতা বজায় রেখে আরও সুসংগঠিত হয়ে যখন যেকোন বাস্তবতায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন গ্রামে গিয়ে মহান পার্টির সংগ্রাম ও আন্দোলনের বার্তা সাধারণ জুম্ম জনগণের কাছে পৌঁছে দিবে।

সম্মেলন শেষে রিটেশ চাকমাকে সভাপতি, সুমন চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি শহর শাখা গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান যুব সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক উথাইমং মারমা।