পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাবেক কেন্দ্রীয় সদস্য এ্যাড. মৃগাঙ্ক খীসা আর নেই

0
1552

হিল ভয়েস, ২৮ জুলাই ২০২০, রাঙ্গামাটি:  পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাবেক কেন্দ্রীয় সদস্য এ্যাড. মৃগাঙ্ক খীসা ( ভুট্টো) শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যা পৌনে সাত টায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ ১৩ বৎসর যাবৎ কঠিন রোগে ভুগছিলেন। আজ হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুর আগে তিনি পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির হয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সফর করেছেন। পার্টি গঠন ও সম্প্রসারণে অত্যন্ত জোরালো ও বলিষ্ট ভূমিকা পালন করেন। বলা যায় তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন।

জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়াকু এ সৈনিকের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন শোক জানিয়েছেন।