পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

হিল ভয়েস, ১৯ জানুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সাইট অফিসের টোল প্লাজা সংলগ্ন কমপ্লেক্স বিল্ডিং-এর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মোঃ তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও যুগ্ম সচিব কংকন চাকমা।

সভায় বিগত ২০২৫ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত দশম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। দশম সভার গৃহীত সিদ্ধান্তের মধ্যে জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য সচিব পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পরিবর্তে টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ করা, ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন করা, পার্বত্য চুক্তি মোতাবেক তিন পার্বত্য জেলা পরিষদে কার্যাবলী হস্তান্তর করা, পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির অফিস স্থাপন ও জনবল নিয়োগ করা ইত্যাদি অন্যতম।

সভায় পার্বত্য চট্টগ্রামে ক্যাডাস্ট্রাল সার্ভে করার প্রস্তাব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের পর তবেই ক্যাডাস্ট্রাল সার্ভে করার বিধান রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ৪০টি প্রত্যাহৃত সেনা ক্যাম্পে এপিবিএন মোতায়েন করার জন্য প্রস্তাব করেন। এসময় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেন এবং উক্ত প্রস্তাবটি বাতিল করার আহ্বান জানান।

সভায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত জুমচাষীদের সাহায্য প্রদান এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রদান করার বিষয়গুলো উত্থাপন করেন। এবিষয়ে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকটি সকাল ১১টায় শুরু হয় এবং বেলা ২:৩০ টা নাগাদ সমাপ্ত হয়।

More From Author

+ There are no comments

Add yours