পার্বত্য চট্টগ্রামে বহিরাগত বাঙালিদের রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে পুনর্বাসনই আজ আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণের কারণ: আদিবাসী দিবসে কেএসমং

হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৫, বান্দরবান: আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যকে নিয়ে ঐতিহাসিক রাজার মাঠে গণসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সমাবেশে বিশিষ্ট আদিবাসী চলচ্চিত পরিচালক ডা: মংউষাথোয়াই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যেক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।

প্রধান অতিথি কেএসমং বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় বীররা আজকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে শুধুমাত্র দেশে বৈষম্য বিলুপ্ত হবে এই আশায়। বিগত ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে তিনি বলেন দমনপীড়নের কারণে আদিবাসীরা অধিকার বঞ্চিত ছিল। আদিবাসী কারা সে সংজ্ঞা উপস্থাপন করেন তিনি। এম এন লারমাকে স্মরণ করে তিনি বলেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি নির্ধিদ্বায় অধিকারহীন মানুষের কথা সর্বদা বলেছেন। পার্বত্য চট্টগ্রামে বহিরাগত বাঙালিদের রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাব পুনর্বাসিত করা হয়েছে যা আজ আদিবাসীদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথি খান আসাদুজ্জামান বলেন, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি পায়নি যা বাঙালি হিসেবে আমি দু:খ পাই। ঢাকায় শাহবাগে গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, স্লোগান দেয়া হতো তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। পরবর্তীতে আমরাই সেই স্লোগান পাল্টিয়ে দিয়ে আদিবাসী শব্দটি যোগ করেছি।

আসাদুজ্জামান আরও বলেন, দীর্ঘ দুই যুগ সশস্ত্র সংঘর্ষের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু আজও সেটি বাস্তবায়িত হয়নি যা খুব দু:খজনক ও লজ্জাজনক।

দীপায়ন খীসা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আদিবাসীরা নানা নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছে। মিছিল—মিটিংগুলোতে বাঁধা প্রদান করা হতো। আদিবাসীরা কী নামে পরিচিত হবে তা জোর করে চাপিয়ে দিয়েছিল। পার্বত্য চুক্তির মতো আদিবাসীদের অধিকারের সনদকে অবমূল্যায়ন করেছে বিগত আমলের সরকার। ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, বীরদর্পে বীর বাহাদুরেরা আদিবাসীদের উপর শোষণ ও নিপীড়ন চালিয়েছে।

বক্তারা বলেন, বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান সময়ের দাবি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ব্যতীত পাহাড়ে আদিবাসীদের অধিকার সম্ভব নয়।

এছাড়া আর বক্তব্য রাখেন, লেখক ও সাহিত্যেক এহসান মাহমুদ, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সুচিত্রা তঞ্চঙ্গ্যা, আইনজীবী উবাথোয়াই মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি সুমন মারমা, বম জাতির প্রতিনিধি সাবেক ছাত্রনেতা জেমস লালথারঙাক বম প্রমুখ।

সমাবেশ শেষে বান্দরবান শহর প্রদক্ষিণ করে র‌্যালি বের হয়।

More From Author