পানছড়িতে সেনা অভিযান অব্যাহত, জনমনে চরম আতঙ্ক

হিল ভয়েস, ৩০ ডিসেম্বর ২০২৫, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চারটি ইউনিয়নে সেনা অভিযান অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬.৩০ ঘটিকা হতে পানছড়ি উপজেলাধীন পানছড়ি সাব-জোনের মেজর রিফাতের নেতৃত্বে সেনাবাহিনীর অপারেশন চলমান রয়েছে।

আজ পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের মাচ্ছাছড়া, ভারতবর্ষ পাড়া, রুপসেন পাড়া, দুধুকছড়া, দেওয়ান পাড়া, মধুরঞ্জন পাড়া ও ডান চন্দ্র বাড়ি এবং চেঙে ইউনিয়নের হরল্যেছড়ি, উগুদোছড়ি, মাতুলি পাড়া, নতুন মগপাড়া ও ভাগ্যপাড়া এলাকাগুলোতে প্রায় ১৫০-২০০ জন সেনাবাহিনীর সদস্য অপারেশন শুরু করেছে।

এই অপারেশনের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে ৪.০০ ঘটিকায় খাগড়াছড়ি পার্বত্যজেলার পানছড়ি উপজেলাধীন লোগাং, চেঙে, পুজগাং ও পানছড়ি সদর ইউনিয়নে সেনাবাহিনীর অপারেশন শুরু হয়েছে বলে জানা গেছে।

More From Author