পানছড়িতে সেনাবাহিনীর অভিযান, জনমনে আতঙ্ক

হিল ভয়েস, ২৯ ডিসেম্বর ২০২৫, খাগড়াছড়ি: আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে ৪.০০ ঘটিকায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাধীন লোগাং, চেঙে, পুজগাং ও পানছড়ি সদর ইউনিয়নে সেনাবাহিনীর অপারেশন শুরু হয়েছে বলে জানা গেছে।

উক্ত ৪টি ইউনিয়নের মধ্যে তারাবন্যা, বাত্যেপাড়া ও রাজ কুমার পাড়া, যুবনাশ্ব পাড়া, পেত্যপাড়া, তাবিদো পাড়া ও হলধর পাড়ায় সেনাবাহিনীর অপারেশনের ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

যুবনাশ্ব পাড়া ও অন্যান্য গ্রামের ঘরবাড়ি তল্লাসির খবর পাওয়া যাচ্ছে।

তারাবন্যে, রাজ কুমার পাড়া ও বাত্যপাড়ার দিকে ৪টি গাড়ি যোগে একদল সেনাবাহিনী ঢুকেছে বলে জানা গেছে।

আবার সকাল ৬.০০ ঘটিকায় ৮টি গাড়ি যোগে সেনাবাহিনীর আরো একদল সদস্য তারাবন্যে ও হলধর পাড়ার দিকে দুই ভাগ হয়ে ঢুকেছে বলে জানা গেছে।

সর্বমোট ১২টি গাড়ি যোগে আনুমানিক ১৫০-২০০ জন সেনাবাহিনী সদস্য এখন পানছড়ি ৪টি ইউনিয়নে সেনাবাহিনীর অপারেশন চলমান রয়েছে বলে তথ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

More From Author