হিল ভয়েস, ২৯ অক্টোবর ২০২৫, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রাখাল চিছামের ছেলে রুবেল মানখিন (২৮) নামের এক আদিবাসী গারো যুবককে ছুড়িকাঘাত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার দুপুরে অত্র এলাকার মাদক সম্রাট সুলাইমান উক্ত ছুড়িকাঘাত ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
রুবেল মানখিন জানান, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমানের সীমান্তের ওপার থেকে আনা পাঁচশো বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতিরাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন এলাকায়। সে মনে করেছে আমি বিজিবির কাছে এই তথ্য দিয়েছি। যে কারনে সে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে।
রুবেল আরো বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে দুর্গাপুর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) চেয়ারম্যান অজয় সাংমা বলেন, আদিবাসীদের উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এলাকার চিহ্নিত মাদক সম্রাট সুলেমানের ভয়ে আমাদের পাহাড়ি আদিবাসীরা কিছু বলতে সাহস পায় না। তার মাদক বিজিবির হাতে ধরা পড়লেই আমাদের নিরীহ আদিবাসীদের উপর নির্যাতন চালায়। আমি এর তীব্র নিন্দা জানাই।
+ There are no comments
Add yours