হিল ভয়েস, ২ মার্চ ২০২০, নান্যাচর, রাঙ্গামাটি: গত ২ মার্চ ২০২০ বিকাল প্রায় ৫:০০ টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন নানিয়ারচর উপজেলাস্থ সেনাবাহিনীর ইসলামপুর সেনাক্যাম্পের একদল সেনাসদস্য বেতছড়ি তালুকদার পাড়া মুখ স্থান থেকে মি: দিগন্ত চাকমা (৩৫), পীং-হৃদয় রঞ্জন চাকমা, গ্রাম- লারমা পাড়া নামের এক জনপ্রতিনিধিকে আটক করেছে।
আটককৃত দিগন্ত চাকমা উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। জানা গেছে, পরে সেনাবাহিনী আটককৃত দিগন্ত চাকমাকে পুলিশের নিকট সোপর্দ করে।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        