নাইক্ষ্যংছড়িতে তঞ্চঙ্গ্যা আদিবাসীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ফোরাম

হিল ভয়েস, ২৭ জানুয়ারি ২০২৬, বান্দরবান: বান্দরবান উপজেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী (আরসা) কর্তৃক তঞ্চঙ্গ্যা আদিবাসীদের উপর বর্বর হামলা, মারধর, অপহরণ ও প্রাণনাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম।

বিবৃতিতে জানানো হয়, গত ২২ ও ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে পৃথক দুটি ঘটনায়-রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে তিনজন নিরীহ তঞ্চঙ্গ্যা গ্রামবাসী-যার মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন যুবক এবং একজন নারী অন্তর্ভুক্ত নির্মমভাবে নির্যাতনের শিকার হন। তাদের কোনো ধরনের অপরাধ ছাড়াই অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি আদিবাসীদের নিজ ভূমি ও জীবিকাভিত্তিক এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব, আইনের শাসন এবং পাহাড়ের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মারাত্মক হুমকি ।

উক্ত বিবৃতিতে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়-

১. নাইক্ষ্যংছড়িতে সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করতে হবে।

২. ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. ভুক্তভোগী তঞ্চঙ্গ্যা পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

More From Author

+ There are no comments

Add yours