নওগাঁয় আদিবাসীদের রোপা আমনের ফসল বিনষ্টকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

0
693

হিল ভয়েস, ২২ সেপ্টেম্বর ২০২০, নওগাঁ: জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার বদলগাছীর উত্তর চকবেনী গ্রামে আদিবাসীদের রোপনকৃত ৮বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ফসল বিনষ্টকারীদের গ্রেপ্তার, শাস্তিসহ নওগাঁ জেলার সকল আদিবাসীদের নিরাপত্তার দাবিতে জেলা সদরের মুক্তির মোড়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। নওগাঁ জেলা কমিটি আজ ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির আহবায়ক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধক্ষ্য সুধীর তির্কি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নওগাঁ জেলা সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকি স্বপন।

মানববন্ধনে বক্তারা বলেন, বদলগাছীর চকবেনীতে আদিবাসীদের ৮বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগ করে বিনষ্টের ঘটনায় আদিবাসীদের বিরুদ্ধে ভূমি দস্যুরা ৮টি মিথ্যা মামলার দায়ের করেছে। এ ৮টি মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারসহ বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূমি দস্যুদের পক্ষ নেওয়ায় তাকে অপসারণের জোর দাবি জানান বক্তারা।

চকবেনীর আদিবাসীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ক্ষতিপূরন প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।