দেশবিভাগ পরবর্তী পার্বত্য চট্টগ্রাম ও ভারতীয় চাকমাসহ আদিবাসী বিভিন্ন জাতিসত্তার মানুষের কষ্টের কাহিনী নিয়ে অনলাইন আলোচনা

0
680

হিল ভয়েস, ১৬ আগস্ট ২০২১, বিশেষ প্রতিবেদক: আগামী কাল ১৭ আগস্ট ২০২১ দেশবিভাগ পরবর্তী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতীয় চাকমাসহ আদিবাসী বিভিন্ন জাতিসত্তার মানুষের কষ্টের কাহিনী নিয়ে এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় ভারতের ত্রিপুরা, মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ, দিল্লী ও কানাডা থেকে নির্ধারিত আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া (সিএনসিআই) এর সহ-সাধারণ সম্পাদক শান্তি বিকাশ চাকমার সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরা থেকে ইন্টারন্যাশনাল চাকমা সাহিত্য এন্ড সুদোম জধা’র চেয়ারম্যান বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিরঞ্জন চাকমা, সিএসসিআই’র সহ-সভাপতি অনিরুদ্ধ চাকমা; মিজোরাম থেকে সিএনসিআই’র সভাপতি নিরূপম চাকমা, সিএনসিআই’র মিজোরাম রাজ্য কমিটির সভাপতি রসিক মোহন চাকমা, চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ মেম্বার ও সিএনসিআই’র মিজোরাম রাজ্য কমিটির সম্পাদক দুর্যোধন চাকমা, সিওয়াইসিএ এর সভাপতি ড. জ্যোতির্ময় চাকমা ও প্রবীণ চাকমা; আসাম থেকে অল আসাম চাকমা সোসাইটি’র সহ-সভাপতি আশুতোষ চাকমা ও আলেক্সান্দার চাকমা; অরুণাচল প্রদেশ থেকে সিআরডিও এর সভাপতি মহেন্দ্র চাকমা; দিল্লী থেকে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি পরিতোষ চাকমা এবং কানাডা থেকে প্রীতিবিন্দু চাকমা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া (সিএনসিআই) এর উদ্যোগে ভারতের চাকমা জনগোষ্ঠী প্রতিবছর ‘১৭ আগস্ট’কে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। মূলত ১৯৪৭ সালে দেশবিভাগের সময় ৯৮.৫ শতাংশ অমুসলিম অধ্যুষিত (অর্থাৎ আদিবাসী অধ্যুষিত) পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত পাকিস্তানে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই কালো দিবস পালন করা হয়। ২০১৬ সালের ২৪ ও ২৫ মার্চে আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত সিএনসিআই’এর প্রথম জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্তটি গৃহীত হয়। তখন থেকে ভারতের চাকমা অধ্যুষিত বিভিন্ন এলাকায় এই ‘কালো দিবস’ পালিত হয়ে আসছে।

অনলাইন আলোচনা সভাটি ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ভারতীয় সময় সন্ধ্যা ৬:০০ টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ টায় Dhunduk Agartala ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

লিংকটি নিম্নরূপ- https://www.facebook.com/527582240732003/posts/2015819091908303/