দুর্বৃত্তের গুলিতে আহত বিলাইছড়ির এক ইউপি চেয়ারম্যান

0
183
ছবি: গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান আতোমং মারমা

হিল ভয়েস, ২২ মে ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল ২১ মে, মঙ্গলবার, রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ছিল ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নির্বাচনের আওতায় বিলাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। বড়থলি ইউনিয়ন এলাকার নির্বাচন কার্যক্রম সমাপ্ত হওয়ার পর বড়থলি পাড়া গ্রামে নিজের বাড়িতে ফিরে রাতের খাবার খাচ্ছিলেন চেয়ারম্যান আতোমং মারমা। এমন সময় ২ জন লোক অতর্কিতে বাড়িতে প্রবেশ করে ২টি গাদা বন্দুক দিয়ে আতোমং মারমাকে লক্ষ্য করে গুলি করে। এতে আতোমং মারমার বাম কাঁধে এবং বাম উঁরুতে গুলি লাগে।

এসময় মধ্যরাতে স্থানীয় সেনাবাহিনীর সহযোগিতায় গ্রামের লোকজন কাঁধে বহন করে পায়ে হেঁটে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল ৫:৪৫ টায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছলে, কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত চেয়ারম্যানকে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরও উন্নত চিকিৎসার জন্য আজ (২২ মে) সকালের দিকে আহত চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২৩ সালে বড়থলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনংসহতি সমিতি সমর্থিত প্রার্থী হিসেবে আতোমং মারমা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণকারী দুর্বৃত্ত কারা বা তাদের পরিচয় জানা যায়নি।

তবে, একটি সূত্র জোর দিয়ে জানায় যে, বড়থলি মারমা পাড়ার ৫নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার শৈহ্লাচিং মারমা, ৪নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ওয়েবার ত্রিপুরা, ২০১৫ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সাথে সম্পৃক্ত বলে পরিচিত সুজন ত্রিপুরা (মাস্টার) এবং ২০২৩ সালে বড়থলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী ও বড়থলি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সত্যচন্দ্র ত্রিপুরা এর ইন্ধনেই আতোমং মারমার উপর এই হামলা হয়েছে।

সূত্রটি জানায়, হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আতোমং মারমাকে গুলি করেছে।

উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনেও জনসংহতি সমিতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।