হিল ভয়েস, ৩১ আগস্ট ২০২৫, খাগড়াছড়ি: গত ২৯ আগস্ট, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের উগুদোছড়ি গ্রাম থেকে ৬ নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সেনাবাহিনী ৯ জুম্মর বাড়িতে তল্লাসি চালায়, ২ জনের কাছ থেকে মোবাইল, টর্চ, টাকা ছিনিয়ে নেয় এবং ২ ব্যক্তিকে ব্যাপক হয়রানি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট হতে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের লে: মো. রাসেল ও জারুলছড়ি সাব-জোনের ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলাম এর নেতৃত্বে ৮০-৯০ জনের একটি যৌথ সেনাদল বাবুছড়া ইউনিয়নের অন্তর্গত ধনপাদা, পাকুজ্জেছড়ি, উগুদোছড়ি, বোরগো পাড়া, ডিরেন পাড়া, দুলুছড়ি, নাড়াইছড়ি এলাকায় অভিযান শুরু করে।
উক্ত অভিযানের অংশ হিসেবে ৫২ জনের একটি সেনাদল গত ২৯ আগস্ট, দুপুর আনুমানিক ১:৩০ টার দিকে উগুদোছড়ি গ্রাম হতে ৬ নিরীহ গ্রামবাসীকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন- ১। রূপান্ত চাকমা (৩৩), পীং-মৃত গেংহুল্যা চাকমা; ২। চিজি চাকমা (২৮), পীং-মৃত মনচান চাকমা; ৩। রাতুল চাকমা (২৬), পীং-মিন্টু বিকাশ চাকমা; ৪। শ্যামল জ্যোতি চাকমা (৩৭), পীং-মৃত হক্করক্যা চাকমা; ৫। হুক্কুম্য চাকমা (৪০), পীং-মৃত চিত্রবান চাকমা ও ৬। বিলি চন্দ্র চাকমা (৪৫), পীং-কলেশ চন্দ্র চাকমা।
এছাড়াও সেনাবাহিনী ৬ বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়, জিনিসপত্র তছনছ করে দেয় বলে জানা যায়। ভুক্তভোগী বাড়ির মালিকরা হলেন- ১। নরোত্তম চাকমা, ২। ধনারাম চাকমা, ৩। সন্তু চাকমা, ৪। সিক্কন্য চাকমা, ৫। শুক্রসেন চাকমা, ৬। নিহার বিন্দু চাকমা, ৭। অমৃত লাল চাকমা, ৮। জুয়েল চাকমা ও নিবারণ চাকমা। তল্লাসি শেষে সেনা সদস্যরা সিক্কন্য চাকমার ১টি সিম্ফনি মোবাইল ফোন, অমৃত লাল চাকমার ১টি মোবাইল ফোন, ১টি টর্চ এবং বাক্স ভেঙে নগদ ৩০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অপরদিকে, সেনা সদস্যরা রাতুল চাকমা নামে এক গ্রামবাসীর কাঁধের উপর একে-৪৭ অস্ত্র বসিয়ে টার্গেট শুটিং করে এবং জ্ঞান রতন চাকমা (৪৩) নামে আরেক গ্রামবাসীকে সারাদিন উপোস রেখে সেনাদলটির সাথে ঘোরাঘুরি করতে বাধ্য করে। এসময় রতন চাকমার পিঠে শাক-শবজি সহ একটি কাল্লোং ছিল বলে জানা যায়। যাবার সেনা সদস্যরা রতন চাকমার মোবাইলও নিয়ে যায়।
ওই দিনই রাতে আটককৃত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
+ There are no comments
Add yours