দীঘিনালায় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী কর্তৃক একজনকে গুলি করে হত্যা

0
881
ছবি: সিএইচটিনিউজ.কম

হিল ভয়েস, ২৮ জুন ২০২০, খাগড়াছড়িখাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীরা একজন যুবককে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ ২৮ জুন ২০২০ রোববার সকালে দীঘিনালা উপজেলার ১৫ কিলোমিটার ভিতরে ১নং মেরুং ইউনিয়নের দুর্গম বিষ্ণু কার্বারিপাড়ায় (হাজাপাড়া)।

নিহতের নাম ধর্মজয় ত্রিপুরা (২৮) বলে জানা গেছে। তিনি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে ধর্মজয় ত্রিপুরা বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে চা পান করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সদস্যরা তার উপর অর্তকিত গুলি করে।

এ সময় তিনি কিছুটা আহত হন। আহত হয়ে দৌড়ে পালানোর সময় সশস্ত্র সন্ত্রাসীরা আরও কয়েক রাউন্ড গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদানিং করোনাকালে সংস্কারপন্থীদের প্রকাশ্যে সশস্ত্র কার্যকলাপ, অপহরণ, চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চাঁদার হার হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আদায় করছে। চাঁদা দিতে না পারলে মারধরও করা হচ্ছে বলে জানা যায়।

এতে নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে সংস্কারপন্থীদের নির্যাতনের বিরুদ্ধে তুলে ধরলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বরং অভিযোগকারীরা উল্টো প্রাণ নাশের হুমকি পাচ্ছে আরও জানা যায়।