থানচিতে ব্যাপক সেনা অভিযান, জনমনে আতঙ্ক

হিল ভয়েস, ২৮ জানুয়ারি ২০২৬, বান্দরবান: বান্দরবান জেলাধীন থানচি উপজেলার ৪ নং বলিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আজ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় হতে জ্ঞানলাল পাড়া, ব্রহ্মদত্ত পাড়া ও ক্যচুপাড়ায় আনুমানিক ১০০-১২০ জনের সেনা ও বিজিবির সদস্য ব্যাপকহারে টহল ও হয়রানিমূলক তল্লাসী অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র মোতাবেক, আলীকদম সেনা জোন এবং বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ক্যাম্প হতে ১০০-২০০ জনের সেনা ও বিজিবি সদস্যরা জ্ঞানলাল পাড়ায় ২০-৩০ জন, ব্রহ্মদত্ত পাড়ায় ৩০ জন ও ক্যচুপাড়ায় আনুমানিক ৪০-৫০ জন করে তিনটি দলে বিভক্ত হয়ে উক্ত পাড়াগুলোতে সাধারণ গ্রামবাসীদের উপর হয়রানিমূলক তল্লাসি অভিযান এবং ড্রোন উড়াচ্ছে বলে জানা যায়।

উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত, ব্রহ্মদত্তপাড়া, ক্যচুপাড়া এবং জ্ঞানলাল পাড়ায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অবস্থান করছেন এবং জাইজুড়ি মোন নামক এলাকায় অস্থায়ী ক্যাম্প বসিয়ে কয়েকদিন অবস্থান করার খবর জানা যায়।

এই সময় উক্ত জায়গায় অবস্থান করার লক্ষ্যে প্রয়োজনীয় রসদ এবং জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য গ্রামবাসীদের নানাভাবে জোরজবরদস্তি করছে বলেও খবর পাওয়া গেছে।

More From Author

+ There are no comments

Add yours