টেকনাফে সুজন চাকমা হত্যাকান্ডে অভিযুক্ত ৩ বাঙালি যুবক গ্রেপ্তার

হিল ভয়েস, ৭ সেপ্টেম্বর ২০২৫, কক্সবাজার: সম্প্রতি কক্সবাজার জেলার টেকনাফে জুরাছড়ির বাসিন্দা সুজন চাকমাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ৩ বাঙালি যুবক আজ (৭ সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্তৃক গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত তিন বাঙালি যুবকের নাম- ১। কালু (১৮), ২। হাশেম (৩২) ও ৩। সাহাব উদ্দিন (৩১)। তাদের সবাইকে টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যার দিকে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। বন্ধুদের ফোন কল পেয়ে ঐ দিনই সকালে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কক্সবাজার জেলার টেকনাফে গিয়ে খুনের শিকার হন রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার যুবক সুজন চাকমা (৩০)। বন্ধুত্বের ভান করে সুজন চাকমাকে টেকনাফে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটানো হয় অনেকের ধারণা।

More From Author