টাঙ্গাইলের মধুপুরে এক আদিবাসী কিশোরী অপহৃত, ৬ দিনেও উদ্ধার হয়নি

0
837

হিল ভয়েস, ৬ মার্চ ২০২১, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আব্দুল মান্নান নামের এক যুবক কর্তৃক একই ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামের কোচ-বর্মণ সম্প্রদায়ের এক আদিবাসী কিশোরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ মার্চ ২০২১ বুধবার থেকে ওই কিশোরী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এর পরদিন ১ এপ্রিল ২০২১ অপহরণের শিকার মেয়েটির বাবা আব্দুল মান্নান নামের ওই যুবকের বিরুদ্ধে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত আব্দুল মান্নান একই ইউনিয়নের শবকচনা গ্রামের হাতেম আলীর ছেলে। গত ৪ এপ্রিল ২০২১ মধুপুর থানার পুলিশ লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, উক্ত কিশোরীটি স্থানীয় পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই মেয়েটিকে আব্দুল মান্নান প্রায়ই উত্যক্ত করত এবং অপহরণ করবে বলে হুমকি দিত। ফলে এ নিয়ে প্রায় দুই মাস আগে মেয়েটি নিজেই মধুপুর থানায় জিডি করে।

টাঙ্গাইল জেলা কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রতন কুমার বর্মণ ও মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ প্রশাসনের নিকট অবিলম্বে মেয়েটিকে উদ্ধার করার দাবি জানিয়েছেন।

এদিকে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল পুলিশ অভিযুক্ত মান্নানকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান।

কিন্তু বিগত ৬ দিনেও প্রশাসন অপহৃত মেয়েটির খোঁজ না পাওয়ায় এবং উদ্ধার করতে না পারায় ভুক্তভোগী পরিবারের লোকজন গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।