জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্ম ২ ছাত্র মারধর, ২ ব্যক্তি আটক ও ২ বাড়ি তল্লাশির শিকার

0
1310
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ১ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্ম স্কুল ছাত্র মারধর, দুই জুম্ম গ্রামবাসী আটক এবং দুটি বাড়ি ব্যাপক তল্লাশির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৩১ জুলাই ২০২১ রাত আনুমানিক ১২:৩০ টার দিকে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঐ সময়ে জুরাছড়ি সেনা জোনের জোন কম্যান্ডার লে: কর্নেল আকতার উজ্জামান ফয়সাল এর নেতৃত্বে সেনা জোন ও জোনের অধীনে নতুন স্থাপিত যক্কাবাজারের আইমাছড়া সেনা ক্যাম্প হতে প্রায় ৬০-৭০ জনের একটি সেনাদল ১নং জুরাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেক পাড়া (বৃগু পাড়া) নামক গ্রামে যায়।

এসময় সেনাদলটি পেক পাড়া গ্রামে সুভাষ চাকমা, পীং-গুনোচন্দ্র চাকমা ও জ্ঞানদাশ চাকমা, পীং-ফুরবান্নে চাকমার বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। সেনা সদস্যরা তাদের দুইজনকে বাড়িতে না পেয়ে সুভাষ চাকমার দুই ভাইকে যক্ষাবাজার সেনা ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং সেখানে আটক করে রাখে। আটককৃত দুই ব্যক্তি হলেন- (১) অমর চান চাকমা, পীং-গুনোচন্দ্র চাকমা ও (২) কনক বরণ চাকমা, পীং-ঐ।

শুধু তাই নয়, সুভাষ চাকমার বাড়িতে তল্লাশির সময় সেনা সদস্যরা সুভাষ চাকমার স্কুল পড়ুয়া দুই ছেলে বাবুল কান্তি চাকমা ও সুবিমল চাকমাকে ব্যাপক মারধর করে। বাবুল কান্তি চাকমা ও সুবিমল চাকমা উভয়েই দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, সেনাবাহিনী আটককৃত অমর চান চাকমা ও কনক বরণ চাকমাকে ছেড়ে দেয়নি বলে জানা গেছে।
এদিকে আটককৃত ব্যক্তিদের পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।