জুরাছড়িতে সেনা অভিযান, এক জুম্ম নারী মারধরের শিকার

হিল ভয়েস, ৮ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: গতকাল (৭ আগস্ট) থেকে রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার একাধিক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযানে গতকাল এক জুম্ম নারী সেনা সদস্যদের কর্তৃক মারধরের শিকার হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুরাছড়ির অদ্বিতীয় ২বীর বনযোগীছড়া সেনা জোনের অধীন যক্ষাবাজার সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোশাররফ এর নেতৃত্বে ৬০/৭০ জনের একটি সেনাদল যক্কাবাজার সেনা ক্যাম্প থেকে রওনা দিয়ে লুলাংছড়ি সেনা ক্যাম্পে যায়। এরপর সেখান থেকে সেনাদলটি ৩নং মৈদুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলতলা ও আমতলা নামক গ্রামে অবস্থান নেয়।

পরে ওই সেনাদলটি সন্ধ্যা ৬টার দিকে ১নং জুরাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে টহল অভিযান চালায়। এসময় সেনা সদস্যরা রূপনা চাকমা (৩৫), স্বামী-রূপন চাকমা নামে জুম্ম নারীকে বেদম মারধর করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, ঐ সময় ভুক্তভোগী রূপনা চাকমা জুমের কাজ শেষে বাড়িতে ফিরে, কাজ শেষ করে খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ সেনা সদস্যরা সেখানে উপস্থিত হয়। সেনা সদস্যরা রূপনা চাকমাকে বলেন, তোমার বাড়িতে তো বেশ কয়েকজন লোক খাওয়াদাওয়া করেছে, তারা এখন কোথায়? তার জবাবে রূপনা চাকমা বলেন, আমার বাড়িতে কেউ আসেনি। আর এতেই সেনা সদস্যরা ‘তুমি মিথ্যা কথা বলছো’ বলে রূপনা চাকমাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। এরপর সেনা সদস্যরা সেখান থেকে চলে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, আজকেও (৮ আগস্ট) সেনা সদস্যরা বেলতলা ও আমতলা এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। এলাকাবাসী বর্তমানে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours