জুরাছড়িতে সেনাবাহিনীর টহল অভিযান, হয়রানি, জুম ধ্বংস করে হেলিপ্যাড নির্মাণ

0
164

হিল ভয়েস, ৪ জুন ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক টহল অভিযান পরিচালনা, জনগণকে হয়রানি ও এক জুম্মর জুমের ধান ধ্বংস করে হেলিপ্যাড নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুন ২০২৪ জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নে অবস্থিত বনযোগীছড়া সেনা জোন হতে ক্যাপ্টেন সাইদ ও ক্যাপ্টেন আসিফ এর নেতৃত্বে ৮৫ জনের একটি সেনাদল ৩নং মৈদুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলতলা এলাকায় এবং ১নং জুরাছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা পাড়া গ্রামে টহল অভিযানে যায়।

আজ (৪ জুন) সকাল ৯:৩০ টা পর্যন্ত সেনা সদস্যরা উক্ত এলাকায় অবস্থান করে বলে জানা যায়।

উক্ত জায়গায় অবস্থানকালে সেনা সদস্যরা বেলতলা ও জনতাপাড়ার জুম্ম গ্রামবাসীর সকল মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। এতে জনগণের প্রয়োজনীয় যোগাযোগ ও দৈনন্দিন কাজকর্মে ব্যাপক ব্যাঘাতের সৃষ্টি হয়।

এছাড়া সেনা সদস্যরা বেলতলা এলাকায় ইন্দ্র মোহন চাকমা (৫৫), পীং-মৃত নাঙ্গা চাকমা এর নতুন রোপন করা ধানের জুম ধ্বংস করে একটি হেলিপ্যাড নির্মাণ করেছে বলে জানা যায়।

পরে আজ সকাল ১০ টার দিকে সেনা সদস্যরা বেলতলা এলাকা ছেড়ে চলে যায়।