জুরাছড়িতে বাঙালি সড়ক নির্মাণ শ্রমিক কর্তৃক এক জুম্ম তরুণীকে ধর্ষণের চেষ্টা

0
107
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ১১ জুন ২০২৪, রাঙ্গামাটি: গতকাল (১০ জুন) রাত আনুমানিক ৯:১৫ টার দিকে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়ন এলাকায় সীমান্ত সংযোগ সড়ক নির্মাণ কাজে কর্মরত এক বহিরাগত বাঙালি শ্রমিক কর্তৃক স্থানীয় এক চাকমা তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের চেষ্টাকারী বাঙালি শ্রমিকের পরিচয় মামুদুল হক (৪৫), পীং-ফকির আহাম্মদ, গ্রাম-পূর্ব ভালুকিয়া, তুলাতুলি থানা, উখিয়া উপজেলা, কক্সবাজার জেলা।

বর্তমানে মামুদুল হক রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল সীমান্ত সংযোগ সড়ক নির্মাণ কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবি এর অধীনে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন।

গতকাল রাতে ঐ সময়ে অভিযুক্ত মামুদুল হক বাড়িতে একা পেয়ে উক্ত তরুণীকে (১৬ বছর) ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী তরুণীর বাড়ি দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদিয়াব ছড়া গ্রামে বলে জানা গেছে।
ধর্ষণের চেষ্টার সময় ভুক্তভোগী তরুণী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং মামুদুল হককে আটক করে।

ঘটনার পরপরই সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সেনাবাহিনীকে জানানো হলে, সেখানে কর্মরত ওয়ারেন্ট অফিসার প্রিয় রঞ্জন চাকমার নেতৃত্বে ২টি গাড়ি যোগে আনুমানিক ২০/২৫ জন সেনা সদস্য ঘটনাস্থলে আসে এবং তারা অভিযুক্ত মামুদুল হককে পার্শ্ববর্তী আদিয়াবছড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এসময় বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার হামিদুল উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সর্বশেষ অভিযুক্ত মামুদুল হককে সেনাবাহিনী কী করেছে বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা জানা যায়নি।