হিল ভয়েস, ২০ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় ১নং জুরাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সামিড়া পাড়া গ্রামের সলক নদীর উপর নির্মিত ব্রীজের পাশে বনযোগীছড়া জোনের অধীনে থাকা শিলছড়ি সেনা ক্যাম্প কর্তৃক একটি চেকপোস্ট বসানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে স্থানীয় এলাকাবাসীদের মনে হয়রানির ভয় সৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
হিল ভয়েসের স্থানীয় প্রতিনিধি জানান, জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সামিড়া পাড়ার গ্রামের সলক নদীর উপর নির্মিত ব্রীজের পাশে একটি চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টটি বনযোগীছড়া জোনের অধীনে থাকা শিলছড়ি সেনা ক্যাম্প কর্তৃক বসানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান উক্ত চেকপোস্ট জুরাছড়ি উপজেলা সদর হতে নৌপথে যতগুলো বোট এবং সড়ক পথে যতগুলো গাড়ি চলাচল করবে সবগুলো এই চেকপোস্টের আওতায় পড়বে। যেমন সামিড়া পাড়া হতে ঘিলাতুলী, শিলছড়ি, ফকিরাছড়িসহ মৈদং ইউনিয়নের অধিকাংশ জায়গায় যাতায়াতকারীরা উক্ত চেকপোস্টের মধ্যে দিয়েই চলাচল করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরুব্বী বলেন, এখানে এই ধরনের চেকপোস্ট জণগণকে হয়রানি করা ছাড়া আর কি হতে পারে? আমরা এমনিতেই সবসময় একটা ভয় ও আতঙ্কের মধ্যে দিয়ে থাকি তার মধ্যে সেনাবাহিনীর এই চেকপোস্ট বসানোর খবর পাওয়ার পর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি স্থানীয়রা এখন আরো নানা হয়রানির শিকার হবে।
+ There are no comments
Add yours