হিল ভয়েস, ৭ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় আবারো সেনাবাহিনীর টহল অভিযান শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে সেনা টহল দলটি জুরাছড়ির ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেক পাড়া নামক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলাধীন বনযোগীছড়া জোনের অধীনে থাকা যক্ষাবাজার আর্মি ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ৩০ জনের একটি সেনা টহল দল গতকাল আনুমানিক রাত ৮ টার পর থেকে জুরাছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেক পাড়া নামক গ্রামের সরকারী প্রাথামিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
অন্যদিকে, একই উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গবইছড়ি সরকারী প্রাথামিক বিদ্যালয়ে আরেকটি সেনা টহল দল আগে থেকেই অবস্থান নিয়ে রয়েছে বলে জানা যায়। উক্ত সেনা টহল দলটি বিলাইছড়ি উপজেলার ৩২ বীর দিঘলছড়ি জোনের অধীনে থাকা ধুপশীল ও শহীদ আতিয়ার ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সেনাবাহিনীর এই টহল অভিযান কেন করা হচ্ছে ? কি কারণে করা হচ্ছে তা তারা এখনো অবগত নয়। তবে এই সেনা টহল অভিযানে স্থানীয় এলাকাবাসীর মনে ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা তিনি।