‘জুম্ম অধ্যুষিত এলাকায় মসজিদ নয়, স্কুল চাই’ স্লোগানে সাজেক ও বাঘাইছড়িতে জুম্মদের মানববন্ধন

0
1290
ছবি : সংগৃহীত

হিল ভয়েস, ৪ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে জুম্ম অধ্যুষিত এলাকায় মসজিদ নির্মাণের নামে জুম্মদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উপযোগী পরিবেশ গড়ে তোলার দাবিতে সাজেক ও বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩ অক্টোবর ২০২০ সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও শিজকছড়া এলাকায় এবং বাঘাইছড়ি সদর এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়।

সকাল ১০টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় স্থানীয় কার্বারি দিপন জ্যোতি চাকমার সভাপতিত্বে ও রুপায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কার্বারি মিলন চাকমা ও কার্বারি ইঙ্গেস মোহন চাকমা প্রমুখ।
অন্যদিকে সাজেকের শিজকছড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হগেন ত্রিপুরা, বিজয় চাকমা ও মিসেস শোভারানী চাকমা প্রমুখ।

এছাড়াও বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সন্তোষ কুমার চাকমা।

তিন জায়গার মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের জুম্ম অধ্যুষিত অঞ্চলকে ইসলামিকীকরণের পাঁয়তারা চালাচ্ছে। তারই অংশ হিসেবে সম্পূর্ণ জুম্ম অধ্যুষিত সাজেকে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এটা জুম্মদের নিজ জায়গা-জমি থেকে উচ্ছেদ করার সরকারের আরেকটি ষড়যন্ত্র বলেও বক্তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, সাজেকে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, নেই পর্যাপ্ত শিক্ষক। অথচ সরকারের সেদিকে কোন সুনজর নেই। আমরা পাহাড়ি অধ্যুষিত এলাকায় মসজিদ চাই না, আমরা পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক চাই। আমরা সুচিকিৎসা ও সুন্দরভাবে সাজেকে বসবাস করতে চাই।

উল্লেখ্য, সাজেকে পর্যটন স্থাপন করার পর সেখান থেকে শতাধিক পাহাড়ি পরিবার উচ্ছেদের শিকার হয়েছেন। আরো উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে রয়েছেন শত শত জুম্ম পরিবার। শুধু তাই নয়, সাজেকে পর্যটন কেন্দ্র স্থাপনের ফলে পরিবেশের ওপরও এর বিরাট ক্ষতিকর প্রভাব পড়ছে। যার ফলে বন্যপ্রাণী থেকে শুরু করে জীববৈচিত্র্য এখন হুমকির সম্মুখীন।

বক্তারা সাজেক থেকে জুম্মদের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে বলেন, সরকার কখনো পর্যটন সম্প্রসারণের নামে, কখনো ক্যাম্প স্থাপনের নামে সাজেক থেকে জুম্মদের উচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন মসজিদ নির্মাণ করে আবারো সেটেলার পুনর্বাসনের মাধ্যমে জুম্মদের উচ্ছেদ করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাজেক থেকে জুম্মদের উচ্ছেদের সকল ষড়যন্ত্র বন্ধ করা ও জুম্ম অধ্যুষিত পর্যটন এলাকায় মসজিদ নির্মাণ বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।