জীবতলীতে সেনামদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ২ নিরীহ জুম্ম গ্রামবাসী মারধর ও আটকের শিকার

0
945

হিল ভয়েস, ৮ জুলাই ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে তাদের আস্তানায় নিয়ে গিয়ে আটক রেখে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখনও পর্যন্ত ওই দুই গ্রামবাসী সন্ত্রাসীদের হাতে আটক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই ২০২১ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল জীবতলী চেয়ারম্যান পাড়ার অধিবাসী প্রীতি লাল চাকমা (৩৫), পীং-মৃত বিবেকানন্দ চাকমাকে তার বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে ধরে নিয়ে চেয়ারম্যান পাড়ার তাদের আস্তানায় ধরে নিয়ে যায়। অপরদিকে এর একটু পরে সন্ত্রাসীরা বিজয় চাকমা, পীং-অজ্ঞাতকেও চেয়ারম্যান পাড়াস্থ তার বাড়ি থেকে তাদের আস্তানায় ধরে নিয়ে যায়।

জানা গেছে, সন্ত্রাসীরা উক্ত দুই গ্রামবাসীকে নিজেদের আস্তানায় ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখে এবং ব্যাপক মারধর করে। সন্ত্রাসীদের অভিযোগ, উক্ত দুই ব্যক্তি নাকি জনসংহতি সমিতির জীবতলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোনামনি চাকমার সাথে যোগাযোগ রাখে এবং তাকে তথ্য সরবরাহ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীরা আটককৃত গ্রামবাসীদের ছেড়ে দেয়নি।

এদিকে, আটককৃত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।