জিটিও’তে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার সত্যকে অস্বীকার করা দুঃখজনক-ঐক্য পরিষদ

হিল ভয়েস, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা: আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও’তে এক সাক্ষাৎকারে তাঁর সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে যে মন্তব্য করেছেন তাতে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃত্তি প্রদান করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মনীন্দ্র কুমার নাথ’র এক স্বাক্ষরিত বিবৃতিতে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ‘সত্যকে অস্বীকার করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ২০২৪ তারিখ যমুনায় তাঁর সাথে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সংঘটিত সহিংসতার চিত্র তুলে ধরে অনতিবিলম্বে তা বন্ধ করা।

বিবৃতিতে আরো বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ জাতিসংঘ তথ্যানুসন্ধান কমিশনের রিপোর্টেও ২০২৪ সালের ৫ আগষ্ট থেকে পরবর্তী সময়ে চলমান হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য উল্লেখিত রয়েছে, যা আজো দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অব্যাহত।

More From Author