হিল ভয়েস, ২৯ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লামাপুঞ্জির আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের পান জুমের প্রায় দুই হাজার পানগাছের লতি দুর্বৃত্তরা কর্তন করেছে বলে জানা গেছে।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখারের পান জুমে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সূত্র মোতাবেক, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর বিজিবি ক্যাম্পের ৫০/৬০ ফুট পূর্বে লামাপুঞ্জি এলাকায় পাশাপাশি দুটি জুমে রিসন কংওয়াং ও গস্মিন ডিখার দীর্ঘদিন ধরে পান চাষ করে আসছেন। এই বাগানের রোপিত পান গাছ থেকে বাৎসরিক কয়েক লাখ টাকা আয় করার সম্ভাবনা থাকে। গতকাল সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে চলে যায়। এক পর্যায়ে নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন এবং গষ্মিন ডিখার।
জানা যায়, ক্ষতিগ্রস্ত বাগানের এসব পানের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত। এটি তাদেরকে বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। বর্তমানে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের নিকট দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
+ There are no comments
Add yours