চবিতে পিসিপি’র উদ্যোগে এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ

হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল রবিবার (৯ নভেম্বর) চবিতে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।

গতকাল দুপুর ১:০০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের প্রথম ম্যাচ আরম্ভ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাসহ এযাবৎ শোষিত-নিষ্পেষিত ও অধিকারহারা জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পিসিপি, চবি শাখার সাংগঠনিক সম্পাদক এনতেস চাকমা প্রমুখ।

সুমন চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা’র সংগ্রামী আদর্শ বর্তমানে জুম্ম জনগণের জাতীয় অস্তিত্বের চরম সংকটের সময়ে অধিকতর প্রাসঙ্গিক। এম এন লারমা আমাদের ঘুমন্ত জুম্ম জনগণকে লড়াই করে বেঁচে থাকতে শিখিয়েছিলেন। তাঁর আদর্শ এখনো পর্যন্ত জুম্ম তরুণের মননে লালিত হয়। মহান পার্টি জনসংহতি সমিতির পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনের ডাকে এই জুম্ম তরুণরা সাড়া দিচ্ছে। শিক্ষিত তরুণ প্রজন্মের এক একজন প্রতিনিধি হিসেবে আমাদের সকলের উচিত নিজে রাজনৈতিকভাবে সচেতন হওয়া এবং অপরকেও রাজনৈতিকভাবে সচেতন করে তোলা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে এম এন লারমা’র আদর্শ প্রসারিত হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে এই বিশাল জুম্ম ছাত্র সমাজ প্রজন্মের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসলে আন্দোলনকে আমরা অধিক তরান্বিত করতে সক্ষম হবো।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী ছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম হিল স্পিরিট মাউরুম ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম নেক্সট টার্গেট। প্রথম ইনিংসে হিল স্পিরিট ৭৭ রান সংগ্রহ করে এবং দ্বিতীয় ইনিংসে নেক্সট টার্গেট ৫৮ রান সংগ্রহ করে। উদ্বোধনী ম্যাচে হিল স্পিরিট ১৯ রানে জয় লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ অর্জন করেন হিল স্পিরিটের পরান্টু চাকমা।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বী ছিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম হিল ডাইনামাইটস ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টিম প্রবাহন। হিল ডাইনামাইটস প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৮ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে প্রবাহন ৮৯ রানের টার্গেটে ৬১ রান সংগ্রহ করে ২৮ রানের ব্যবধানে পরাজিত হয়। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন হিল ডাইনামাইটসের সজীব তঞ্চঙ্গ্যা।

উল্লেখ্য, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য় শাখার উদ্যোগে প্রতি বছর মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই বছরের আয়োজন শুরু হয় আজ। টুর্নামেন্টের এবারের আসরে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে।

More From Author

+ There are no comments

Add yours