হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৫, চট্টগ্রাম: আজ ৯ আগস্ট ২০২৫ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক একটি মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ঐতিহাসিকভাবে পাহাড়ে বসবাসকারী সাধারণ বম জনগোষ্ঠীর লোকদের সন্ত্রাসী তকমা দিয়ে জাতিগত পানিশমেন্ট হিসেবে রাষ্ট্র কর্তৃক কারাগারে অন্যায়ভাবে বন্দী রাখা থেকে শুরু করে পাহাড়ে হলুদ সাংবাদিকতা, ভূমি বেদখল, নারীর উপর সহিংসতা ও ঔপনিবেশিক কায়দায় পার্বত্য চট্টগ্রামে যে শোষণমূলক কাঠামো জিইয়ে রাখা হয়েছে তার বিরুদ্ধে প্লেকার্ডের মাধ্যমে প্রতিবাদের সুর তুলে ধরা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ঐতিহাসিকভাবে পাহাড়ে বসবাসকারী সাধারণ বম জনগোষ্ঠীর লোকদের সন্ত্রাসী তকমা দিয়ে জাতিগত পানিশমেন্ট হিসেবে রাষ্ট্র কর্তৃক কারাগারে অন্যায়ভাবে বন্দী রাখা থেকে শুরু করে পাহাড়ে হলুদ সাংবাদিকতা, ভূমি বেদখল, নারীর উপর সহিংসতা ও ঔপনিবেশিক কায়দায় পার্বত্য চট্টগ্রামে যে শোষণমূলক কাঠামো জিইয়ে রাখা হয়েছে তার বিরুদ্ধে প্লেকার্ডের মাধ্যমে প্রতিবাদের সুর তুলে ধরা হয়েছে।

সমাবেশে নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরা হয়:
১. পাহাড় ও সমতলে আদিবাসীদের জাতিগত পরিচয় স্বীকৃতিপূর্বক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হোক।
২. পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা হোক।
৩. জাতিগত পরিচয়ে শোষণ ও বঞ্চনা অবসান হোক।
৪. অবিলম্বে আদিবাসী স্বীকৃতি দেওয়া হোক।
৫. পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরিতকরণ বন্ধ করা হোক।
৬. নিরীহ বম জনগোষ্ঠীদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
৫. পাবর্ত্য চট্টগ্রামসহ অপরাপর সমতল অঞ্চলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা হোক।
৬. পার্বত্য চট্টগ্রামে ধর্ষক, কুলাঙ্গার ও দূর্নীতিবাজদের বদলি বন্ধ করা হোক।
৭. পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশকারীদের প্রত্যাহার করা হোক।
৮. রাষ্ট্র কর্তৃক জাতিগত নিধন প্রক্রিয়া বন্ধ করা হোক।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        
+ There are no comments
Add yours