হিল ভয়েস, ১৭ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: আজ (১৭ জুলাই) সকাল ১০:৩০ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটকাবস্থায় বান্দরবানের বাসিন্দা আরও এক নিরীহ বম নাগরিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
ওই বম নাগরিকের নাম ভানলাল রুয়াল বম (৩৫), পীং-রৌপির বম, গ্রাম-রোনিন পাড়া, বান্দরবান। এ পর্যন্ত বিনা বিচারে মিথ্যা মামলায় কারাগারে আটক তিন বম গ্রামবাসী মৃত্যুবরণ করেছেন।
এর পূর্বে গত ১৫ মে ২০২৫ চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে আটকাবস্থায় লালত্লেং কিম বম (৩০) নামে এক বম হাজতি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং এরপর সংময় বম (৫৫) নামে আরও এক বম গুরুতর অসুস্থ হলে জামিন পাওয়ার একদিন পর ১ জুন ২০২৫ মারা যান। তাদেরকে গ্রেফতারের পর থেকে বিনা বিচারে দীর্ঘ এক বছর আটকে রাখা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
উল্লেখ্য, একদা সেনাসৃষ্ট এবং পরবর্তীতে সন্ত্রাসী সংগঠন ও ইসলামী জঙ্গি সংগঠনের আশ্রয় ও প্রশিক্ষণদাতা হিসেবে পরিচিত বম পার্টি খ্যাত কেএনএফ এর সদস্য বলে মিথ্যা অভিযোগে সেনাবাহিনীর হাতে ভানলাল রুয়াল বম গ্রেপ্তার হন ২০২৩ সালে।
পরে গত ২ এপ্রিল ২০২৪ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের দ্বারা ব্যাংক ডাকাতির ফলে ৮ এপ্রিল ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর কেএনএফ বিরোধী অভিযান শুরু হলে তাতে প্রায় ১৫০ জন বম সম্প্রদায়ের শিশু সহ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। মাত্র কয়েকজন কেএনএফ সদস্য বাদে অধিকাংশ আটক ব্যক্তিই নিরীহ গ্রামবাসী বলে জানা যায়।