চকরিয়ায় দেড়শত বছরের বৌদ্ধ বিহার ভেঙ্গে দেয়ার অভিযোগ

0
891

হিল ভয়েস, ১৯ জুলাই ২০২০, কক্সবাজারকক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রাখাইন পাড়ার শত বছরের অধিক ঐতিহ্যবাহী রাখাইন গুনামেজু বৌদ্ধ বিহার ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিস্বার্থ হাসিল করার লক্ষ্যে মংইয়ান নামে এক ব্যক্তি অনেকদিন ধরে ধর্মীয় বৌদ্ধ বিহারকে ঘিরে রীতিমত একের পর এক এককভাবে মনগড়া কাজ চালিয়ে যাচ্ছিলেন।

গত ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার স্থানীয় রাখাইন পাড়ার মং মাস্টার নামের এক রাখাইন ও তার ছেলে সেন জু’র নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী প্রশাসনের নাম ভাঙিয়ে ভাংচুর চালিয়ে বিহারের স্বর্ণ ও বৌদ্ধ ধাতুর মূল্যমান মুর্তিলুট করে নিয়ে যায় বলে রাখাইন সম্প্রদায়ের লোকজন জানান।

এ সময় বিহারের ৭৫ বছরের বৃদ্ধ ভিক্ষু অধ্যক্ষ সুমনা ভিক্ষুকে টেনে-হিঁচড়ে বের করে দিয়ে শত বছরের রাখাইন গুনামেজু বৌদ্ধ বিহার ভাঙ্গতে শুরু করে। বৃদ্ধ ভিক্ষু বৃহস্পতিবার সারা দিন রাত খোলা আকাশের নিচে অবস্থান করে। এসময় এলাকাবাসী এতে বাধা দিলে তাদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে।

বিহার ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় রাখাইন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রশাসন পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৌদ্ধ বিহারের কার্যক্রম বহাল থাকবে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

এদিকে ঐতিহাসিক হারবাং রাখাইন পাড়ায় শত বছরের প্রাচীন বৌদ্ধ বিহার “গুনামেজু বৌদ্ধ বিহার” এ সন্ত্রাসীদের হামলা ও ভাংচুেরর ঘটনায় রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানানো হয়েছে।