ঘর ও জমি পাচ্ছেন বঞ্চিত মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি

0
614

হিল ভয়েস, ৩১ জুলাই ২০২০, নাটোর: গত ২৫ জুলাই ১০ বছরেও নিজের নামে জমি করাতে পারেননি নাটোর জেলার নাচোল উপজেলার আদিবাসী মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি শিরোনামে দেশের বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে ঘর ও জমি পাচ্ছেন একাত্তর সালের রনাঙ্গনের বীর যোদ্ধা নাইকা মার্ডি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, সংবাদটি দেখার সঙ্গে সঙ্গে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা ভ‚মি অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে দুর্যোগ সহনীয় একটি ঘর ও জমি দেয়ার নীতিগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয়া হয়। এর পর মঙ্গলবার রাতে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি দুর্যোগ সহনীয় ঘর ও সরকারি খাসজমি বন্দোবস্ত দেয়ার সিদ্ধান্তের ব্যাপারে অবগত করে অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে তাঁকে জানানো হয়েছে।

এ নিয়ে নাইকা মার্ডি বলেন, অনেক আগেই মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলাম। স্বাধীনতাযুদ্ধে লাল-সবুজের পতাকা অর্জনে অবদান ছিলাম। ফলে তার অর্জন বৃথা যায়নি। এতদিন পর হলেও সাংবাদিক ভাইদের লেখনীতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর ও জমি বরাদ্দ পাচ্ছি।