গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ৪ জুম্ম গ্রামাবাসীকে আটক, মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ

0
904
ছবিতে আটককৃত ব্যক্তিরা

হিল ভয়েস, ১০ জুলাই ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের শনখোলা পাড়া থেকে সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পরে আটককৃতদের মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- (১) দুর্জয় চাকমা (৩২), পীং-অজ্ঞাত; (২) অংথই মারমা (২২), পীং-থোঅংগ্য মারমা; (৩) কংচাই মারমা (১৯), পীং-মৃত সাথোয়াই মারমা ও (৪) চাইহ্লা মারমা (১৯), পীং-লাব্রেচাই মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২১ দিবাগত রাত আনুমানিক ৩:০০ টার দিকে সেনাবাহিনীর সিন্দুকছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো: এমরান হোসেনের নেতৃত্বে একদল সেনা সদস্য উক্ত চার জুম্ম গ্রামবাসীকে স্ব স্ব বাড়ি থেকে আটক করে। পরে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানা যায়।

জানা গেছে, সারারাত সেনা ক্যাম্পে আটককৃতদের শারীরিক নির্যাতনের পর গতকাল ৯ জুলাই ২০২১ সকালে তাদের হাতে অস্ত্র গুঁজে দিয়ে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। এরপর গুইমারা থানা পুলিশ মিথ্যা অস্ত্র মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে।