খুলনার রূপসায় হিন্দুদের বাড়িঘর-উপাসনালয়-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনার ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ

0
621

হিল ভয়েস, ৮ আগস্ট ২০২১, বিশেষ প্রতিবেদক: খুলনা জেলাধীন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-উপাসনালয়-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গতকাল ৭ আগস্ট ২০২১ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দিপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০২১ এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংগঠনের তিন সভাপতি সাবেক সাংসদ মি. ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেন, সাম্প্রদায়িক শক্তির প্ররোচনায় স্থানীয় চাঁদপুর, বামনডাঙ্গা, শেখপুরা গ্রামের প্রায় কয়েক’শ লোক আজ সন্ধ্যা ৬টার দিকে একযোগে সশস্ত্র অবস্থায় শিয়ালি গ্রামে অতর্কিত আক্রমণ চালিয়েছে, যাতে এলাকায় গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনা অতিমারী থেকে আপামর দেশবাসীকে রক্ষায় ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে স্থানীয় হিন্দু সম্প্রদায় গত ৬ আগষ্ট হিন্দু অধ্যুষিত এ গ্রামে কীর্তন গাইতে গাইতে গ্রাম পরিভ্রমণ করার জের হিসেবে এ হামলা চালানো হয়েছে। এতে ৫০-৬০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। খুলনা জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের আগামীকাল (৭ আগস্ট) সকাল ১০:০০ টার দিকে খুলনা থেকে ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং উপাসনালয়গুলো পুননির্মাণের উদ্যোগ গ্রহণের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।