খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী এক জুম্ম নারীকে গণধর্ষণ ও লুটপাট

0
2748

হিল ভয়েস, ২৪ সেপ্টেম্বর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ১নং গোলাবাড়ি ইউনিয়ন সংলগ্ন বলপিয়ে আদাম নামক গ্রামে নিজ বাড়িতে ৯ জন সেটেলার বাঙালী কর্তৃক মানসিক প্রতিবন্ধী এক জুম্ম নারীকে গণধর্ষণ এবং বাড়ীর মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার আনুমানিক রাত ২:৩০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক ২:৩০ টার সময় ৯ জনের একদল মুসলিম সেটেলার দা-ছুরিসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। বাড়িতে ঢুকলে প্রথমে মা বাধা দেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী জুম্ম নারী ও তার মা’সহ বুড়ো বাবাকে দড়ি দিয়ে বাঁধে। এরপর মা-বাবাকে আলাদা একটি রুমে দরজা বন্ধ করে রাখে। পরে ওই জুম্ম নারীটিকে আরেকটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

দুর্বৃত্তরা যাওয়ার আগে বাড়ি থেকে নগদ ৮,০০০ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যা প্রায় দেড় লক্ষ টাকার সমমান জিনিসপত্র  বলে জানা যায়।

ভিক্টিম আরও জানান, ধর্ষণকারী সেটেলারদের কারোর নাম জানা না থাকলেও তাদের সকলের চেহারা পরিচিত। তাদের প্রত্যেকের বাড়ী খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে তার মা পুষ্পরানী চাকমা (৫০) বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা করেন। ভুক্তভোগী নারী বর্তমানে খাগড়াছড়ি সদর হসপিতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার মেডিক্যাল টেস্ট হবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মোঃ আবছার বলেন, ভুক্তভোগীর মা ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।