হিল ভয়েস, ২৮ জুলাই ২০২৫, খাগড়াছড়ি: গত ২৭ জুলাই ২০২৫ খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলায় গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম স্কুল ছাত্রীকে উক্ত স্কুলের সহকারী শিক্ষক মো: জসিম উদ্দিন(৪৫) কর্তৃক যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৫ অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দীন শাস্তি দেয়ার অজুহাতে ভুক্তভোগীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে ঐ স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে অবগত করলে আজ (২৮ জুলাই ২০২৫) সকালে ভুক্তভোগীর অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল এবং গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিকট ঘটনার লিখিত অভিযোগ জানান। এতে অভিযুক্ত শিক্ষকের পক্ষ হয়ে ইউএনও ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার মীমাংসার চেষ্টা করে বলে জানা যায়।
একপর্যায়ে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কৃত করা হবে বলে অভিভাবকদের আশ্বাস প্রদান করা হলেও লিখিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে সেনাবাহিনী কর্তৃক গুইমারা সেনা রিজিয়নে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
জানা যায়, মো: জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে সম্পৃক্ত।
উল্লেখ্য, ভুক্তভোগী ছাড়াও বিদ্যালয়ের কিছু ছাত্রীর ভাষ্যমতে, অভিযুক্ত মো: জসীম উদ্দিন ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদেরকে নানাভাবে যৌন হয়রানি করে এবং ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় বেত দিয়ে মারধর করে, এমনকি ছাত্রীদের আদর করার নাম করে ছাত্রীদের শরীরে প্রথমে হাত স্পর্শ করে, এরপর কোমর ও শরীরের বিভিন্ন অংশে অপ্রাসঙ্গিকভাবে হাত দিয়ে থাকে। ছাত্রীরা অভিভাবক ও অন্যান্য শিক্ষককের কাছে অভিযোগ দিবে বললে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় বলে জানা যায়।
+ There are no comments
Add yours