হিল ভয়েস, ১৩ আগস্ট ২০২৪, খাগড়াছড়ি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরেও গতকাল (১২ আগস্ট) বিভিন্ন প্রতিষ্ঠানের জুম্ম ছাত্র-ছাত্রীরা খাগড়াছড়ি কলেজ ফটকের দেয়ালে গ্রাফীটি অংকনের কর্মসূচি গ্রহণ করে। একইদিন চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানের জুম্ম ছাত্র-ছাত্রীরাও স্ব স্ব এলাকায় এই গ্রাফীটি অংকনে অংশগ্রহণ করে।
কিন্তু গতকাল বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি কলেজের দেয়ালে জুম্ম ছাত্র-ছাত্রীরা প্রাফীটি অংকন শুরু করলে সেখানে গাড়িতে করে সেনাবাহিনীর একটি দল আসে। এসেই তারা ছাত্র-ছাত্রীদের রং-তুলি ছুঁড়ে ফেলে দেয় এবং কাজে বাধা দেয়।
বিশেষ করে সেনাবাহিনীর নামে কোনো কিছু লেখা যাবে না বলে জানায়। ছাত্র-ছাত্রীরা লেঃ ফেরদৌস কর্তৃক কল্পনা চাকমা অপহরণ, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার করার কথা লিখতে চেষ্টা করছিল বলে জানা যায়।
এক পর্যায়ে সেনা সদস্যরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র প্রণয় চাকমাকে (১৫) জোরপূর্বক তুলে নিয়ে যায়। এসময় সেনা সদস্যরা কয়েকজন ছাত্র-ছাত্রীকে লাঠি দিয়ে আঘাত করে বলেও জানা যায়।
এর পরপরই ছাত্র-ছাত্রীরা উক্ত ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে জমায়েত হয়ে প্রতিবাদ জানাতে থাকে।
প্রায় এক ঘন্টা আটক রাখার পর ছাত্র-জনতার প্রতিবাদের চাপে সেনাবাহিনী আটককৃত প্রণয় চাকমাকে ছেড়ে দেয় বলে জানা যায়।
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
            
                            
                            
                            
                                                    
                                                    
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
+ There are no comments
Add yours