কুমিল্লার পূজোমন্ডপে হামলা, দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের

0
570

হিল ভয়েস, ১৩ অক্টোবর ২০২১: আজ বুধবার (১৩ অক্টোবর ২০২১) শারদীয় দুর্গোৎসবকে বানচাল করে গোটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মহাষ্টমীর দিনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় নানুয়া দিঘীর উত্তর পাড়ে অবস্থিত দর্পন সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপসমূহে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি কর্তৃক সংঘটিত এই ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বুধবার ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়, এ হামলা সরকারের সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

সংবাদ বিবৃতিতে আরো বলা হয় যে, পরিষদের সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে কুমিল্লার ঘটনার সাথে যারা প্রত্যক্ষে-পরোক্ষে জড়িত সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর কাজে লিপ্ত থাকার অপরাধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে দ্রততম বিচারে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।