কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক এক বৌদ্ধ ভিক্ষু মারধরের শিকার এবং ধর্মীয় পরিহানি!

0
3111
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ১২ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বৌদ্ধ বিহারে প্রবেশ করে এক বৌদ্ধ ভিক্ষুকে ব্যাপক মারধর এবং বিভিন্ন ধর্মীয় পরিহানিমূলক কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ আগস্ট ২০২১ এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন সকাল আনুমানিক ১১:০০ টার দিকে কাপ্তাই সেনা জোনের ২৩ ই বেঙ্গল রেজিমেন্ট এর অধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় নুতন স্থাপিত সেনা ক্যাম্পের কম্যান্ডার সুবেদার মো: নাজমুল এর নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল হাফছড়ি ভিতর পাড়া গ্রামের অপরাজিতা বৌদ্ধ বিহারে যায়। এসময় সেনা সদস্যরা ধর্মীয় নিয়ম অমান্য করে জুতা পায়ে বৌদ্ধ বিহারে প্রবেশ করে।

এরপর সেনা সদস্যরা বৌদ্ধ বিহারের ভিক্ষু সুচিতা ভিক্ষুকে ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা কোথায় থাকে, চাঁদা দিতে হয় কিনা, ভাত দিতে হয় কিনা ইত্যাদি’ অবান্তর প্রশ্ন করে এবং সাথে সাথে সুচিতা ভিক্ষুকে ব্যাপকভাবে মারধর করে গুরুতর আহত করে বলে জানা যায়।

বর্তমানে লে: কর্নেল মোঃ মিজানুল হক, পিএসসি কাপ্তাই সেনা জোনের ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের জোন কম্যান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী সেনাবাহিনীর এহেন কর্মকান্ডে তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।