কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক ৩ নিরীহ জুম্ম মারধরের শিকার

0
603
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া এলাকায় ৩ নিরীহ জুম্ম গ্রামবাসী বেদম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১ এপ্রিল ২০২১ দুপুর আনুমানিক ১:০০ টার দিকে কাপ্তাই সেনা জোনের সেনাবাহিনীর ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের অধীন নতুন স্থাপিত নারানগিরি মুখ পাড়া সেনা ক্যাম্পের কম্যান্ডার সুবেদার মো: নাজমুল এর নেতৃত্বে একদল সেনা সদস্য সন্ত্রাসী খোঁজার নামে এই মারধরের ঘটনা ঘটায়। জানা গেছে, কাপ্তাই সেনা জোনের ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ মিজানুল হক (পিএসসি)।

মারধরের শিকার তিন নিরীহ জুম্ম হলেন- (১) থুইমং মারমা জাফর (৩৪), পীং-খোরশেদ খান মারমা, গ্রাম- ডুলুছড়ি, রাইখালি ইউনিয়ন; (২) উচ্য মারমা (২৮), পীং-কেহ্লা মারমা, গ্রাম- ঐ এবং (৩) উসাথোয়াই মারমা (৫২), পীং-মৃত ক্যহ্লাউ মারমা, গ্রাম-ডুলুছড়ি নোয়া পাড়া। তারা তিনজনেই পেশায় দিনমজুর বলে জানা গেছে।