কাপ্তাইয়ের রাইখালিতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম কার্বারি আটক

0
1057
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ২১ জুলাই ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নে এক জুম্ম কার্বারি (গ্রাম প্রধান) আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২০ জুলাই ২০২১ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

কার্বারির নাম মংচ থোয়াই মারমা (৩৫), পীং-হ্লাশেখই মারমা, গ্রাম-সীতা পাহাড়, রাইখালি ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬:৩০ টার দিকে কাপ্তাই সেনা জোনের ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের অধীন রাইখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নতুন স্থাপিত সেনা ক্যাম্পের কম্যান্ডার সুবেদার মো. নাজমুল এর নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সেনা সদস্য কার্বারি মংচ থোয়াই মারমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

সেনাবাহিনী কেন কার্বারি মংচ থোয়াই মারমাকে আটক করে নিয়ে গেলো তা জানা যায়। আটকের পর মংচ থোয়াই মারমার পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মংচ থোয়াই মারমাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা অথবা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে কিনা তা জানা যায়নি।