কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, অভিযুক্ত আটক

হিল ভয়েস, ১৪ সেপ্টেম্বর ২০২৫, কক্সবাজার: গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১২ ঘটিকার সময়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের উত্তরণ আবাসিক এলাকায় বীরেন চাকমা (৫৪) কর্তৃক রঞ্জন চাকমা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।

নিহত ব্যক্তির নাম রঞ্জন চাকমা (৫৫)। তিনি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

সূত্র মোতাবেক, রঞ্জন চাকমা তার স্ত্রীকে (৩৫) নিয়ে ৪-৫ দিন আগে রাঙ্গামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজারে যায় বিক্রির উদ্দেশ্যে। এই সময় তারা নিকট আত্মীয় বীরেন চাকমার ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকার ভাড়া বাসায় আশ্রয় নেয়। বীরেন চাকমা রাঙ্গামাটির নানিয়াচর থেকে বলে জানা যায়। গতকাল রাতে তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। মদ্যপ অবস্থায় বীরেন চাকমা রঞ্জন চাকমার স্ত্রীকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রঞ্জন চাকমা তখন মদ্যপান করে ঘুমিয়ে ছিলেন। পরে তার স্ত্রী এবং অভিযুক্ত ব্যক্তি ধস্তাধস্তি করলে রঞ্জন ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বাচাঁতে এগিয়ে গেলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় ও মাথায় আঘাত করে। এই সময় রঞ্জনের স্ত্রী উলঙ্গ অবস্থায় বাইরে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন সেখানে যায় এবং তার স্বামীকে লাশ অবস্থায় মেজেতে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়।

পরে অভিযুক্ত বীরেন চাকমা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে নেশাগ্রস্ত অবস্থায় ধরে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

More From Author

+ There are no comments

Add yours