হিল ভয়েস, ২৯ আগস্ট ২০২৫, চট্টগ্রাম: আজ (২৯ আগস্ট) বিকাল ৪টায় চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে ফ্রি পোর্ট এলাকার ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়া জুম্ম শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় ব্যারিষ্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের ইপিজেড থানা শাখার সভাপতি রোকন উদ্দিন মাহমুদ।
পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি জগত জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক ফোরামের সহ-সভাপতি অনিল বিকাশ চাকমা, সমাজ সেবক দীপন চাকমা প্রবীণ, সুধী সমাজের প্রতিনিধি দীপক চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি সৌরভ চাকমা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা।
প্রধান অতিথি রোকন উদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। তিনি কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তি হয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পড়ালেখা করে নিজের অধিকারের জন্য লড়াই করার আহবান জানান।
এছাড়া বক্তারা, কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা জুম্ম জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে জুম্মদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সহযোগিতা করবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
+ There are no comments
Add yours