হিল ভয়েস, ১৮ অক্টোবর ২০২৫, বিশেষ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফের সন্ত্রাসীদের কর্তৃক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনয়নের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার কারণে ঐ এলাকার অন্তত ২০ গ্রামের জুম্ম জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
অন্তত ২০ দিন ধরে ঐ এলাকার জুম্ম গ্রামবাসীরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ঠিকমত কিনতে পারছেন না। অনেক কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, ঐ গ্রামের লোকজন চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রধানত সাজেক ইউনিয়নের উদয়পুর ব্যবসা কেন্দ্রে অবস্থিত দোকানপাটের উপর নির্ভরশীল। ঐ দোকানপাটের মালিক/ব্যবসায়ীরা খাগড়াছড়ি, দীঘিনালা, বোয়ালখালি, মাচালং ইত্যাদি বাজার থেকে বিক্রয়ের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রাদি উদয়পুর ব্যবসা কেন্দ্রে নিয়ে আসে।
গত প্রায় ২০ দিন আগে, ঐ এলাকার ইউপিডিএফের প্রধান চাঁদা সংগ্রহকারী চীফ কালেকটর দলাপুনো চাকমার নেতৃত্বে ইউপিডিএফের সন্ত্রাসীরা সাজেক-মাচালং-দীঘিনালা সড়কে নিত্যপ্রয়োজনীয় কোনো প্রকার পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। দলাপুনো চাকমার বাড়ি সাজেকেরই দাঁড়িপাড়া গ্রামে বলে জানা গেছে।
নিষেধাজ্ঞার শিকার ২০টি গ্রাম হল: দাঁড়িপাড়া, ছয়নালছড়া, শূন্যছড়া, ছোটো কমলাক, বড় কমলাক, তালছড়া, খাগড়াছড়ি, লংকর, কিংকর, ঢেবাছড়ি, ভুইয়োছড়া, তারাবনিয়া, ঘাউদোমোর, রাঙাপানিছড়া, নুয়ো আদাম, উদয়পুর, বাঘেইমোর, মঙ্গলি, ফিত্তিছড়া, গাছকাবাছড়া ইত্যাদি।
একটি সূত্র জানায়, অতিরিক্ত চাঁদা আদায়, জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং জনগণের প্রতি অবিশ্বাসের কারণেই ইউপিডিএফ এইসব গণবিরোধী কাজ চালাচ্ছে। অনেকেই ইউপিডিএফ এর প্রতি ক্ষোভ প্রকাশ করছে বলেও জানা গেছে।
+ There are no comments
Add yours