আলীকদমে সেনাবাহিনীর হাতে ২৫ জন রোহিঙ্গা শ্রমিক আটক

0
658
ছবিঃ আটককৃত রোহিঙ্গা শ্রমিকরা

হিল ভয়েস, ১০ ফেব্রুয়ারি ২০২১, বান্দরবান: বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন কুরুকপাতা ইউনিয়নের ছোটবেতি এলাকা থেকে সেনাবাহিনী ২৫ রোহিঙ্গা শ্রমিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

গত ৬ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যার পর সেনাবাহিনীর একটি দল দুর্গম ছোটবেতি এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিক উক্ত রোহিঙ্গাদের আটক করে। সেনাবাহিনী পরে আটককৃতদের আলীকদম থানায় সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের দূর্গম ছোটবেতিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরো এক রোহিঙ্গাকেও আটক করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে রোহিঙ্গাদের কর্তৃক বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। এমনকি একটি স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় অনেক রোহিঙ্গা গোপনে পার্বত্য এলাকায় ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং নাগরিক সনদ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।