আলীকদমে আদিবাসী ম্রো জনগোষ্ঠীর ৫টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

0
492
আগুনে ভস্মীভূত এক বাড়ির ছবি

হিল ভয়েস, ১৬ জুন ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাইছড়ি কাইরি ম্রো পাড়ায় আদিবাসী ম্রো জনগোষ্ঠীর ৫টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল ১৫ জুন ২০২২ সকাল আনুমানিক ১১:০০ টার দিকে এক ম্রো জনগোষ্ঠীর রান্না ঘরে হঠাৎ এই আগুন লাগে বলে জানা গেছে। এতে পর পর প্রতিবেশি আরও ৪টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে মোট ৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে নিঃস্ব হয়ে অসহায় অবস্থায় পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- (১) মেনঙ্গী ম্রো, পিতা-এচো ম্রো, (২) লাউলি ম্রো, পিতা-য়হ্লাং ম্রো, (৩) মেনরুম ম্রো, পিতা-প্লেগডই ম্রো, (৪) রুইপং ম্রো, পিতা-দেউ রাং ম্রো, (৫) লোওয়ই ম্রো, পিতা-ইংয়াং ম্রো।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশি কয়েকজন গ্রামবাসী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই জুমচাষ ও কৃষিচাষ করে তাদের পরিবার চালান। পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় বর্তমানে রাতে অন্যের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সকলের সহযোগিতায় ঘরের ব্যবস্থা হলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হবে।

ক্ষতিগ্রস্ত মেনঙ্গী ম্রো জানান, তাদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। সকাল সাড়ে ১১:০০ টায় রান্না ঘর থেকে হঠাৎ করে আগুন লাগে। প্রথমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় পরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানান। তিনি বলেন, ‘তারা সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমাদের ঘরের ব্যবস্থা হবে।’

আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন, সোনাইছড়ি কাইরি ম্রো পাড়ায় অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে সেখানে ছুটে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, মশারী, কম্বলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে আরো সহযোগিতা করা হবে।