আদিবাসী ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম

0
1095
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২৬ জুন ২০২০, দিনাজপুরদিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত আদিবাসীদের ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণে ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা, আদিবাসী কালাচারাল একাডেমির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ন্যায়বিচার চেয়ে সংক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা স্ব স্ব স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রদান করে।

বঞ্চিত আদিবাসী ছাত্র-ছাত্রীদের সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে সমতলের দরিদ্র ও মেধাবী আদিবাসী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষা উপবৃত্তি অর্থ ও শিক্ষা উপকরণ বাইসাইকেল বরাদ্দ দেওয়া হয়।

শিক্ষা উপবৃত্তির হিসেবে অর্থ ও উপকরণ হিসেবে বাইসাইকেল বিতরণ উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

পরবর্তীতে আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ বাইসাইকেল দেওয়ার নাম করে আদিবাসী কালাচারাল একাডেমির চেয়ারম্যান ইন্দু মোহন মার্ডী, সাধারণ সম্পাদক জর্জ হেব্রম তাদের সহযোগী লুইচ মার্ডী, মাইকেল, পরিমল ও ফিলিপ অনেক আদিবাসী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করলে চুপসে যাওয়ার তাদের ভয় ভীতি প্রদর্শন করা হয়। দমে না গিয়ে এতে জোরালোভাবে নেওয়া টাকা ফেরত সহ একাডেমির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ঘুষ চাওয়া এবং নেওয়ার সময় প্রমাণ স্বরুপ ছাত্র-ছাত্রীরা ভিডিও রেকর্ড ধারণ করে রেখেছে বলে জানা গেছে।