হিল ভয়েস, ২৮ অক্টোবর ২০২৫, ঢাকা: গাজীপুরের টঙ্গির টিএনটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় শহরের হ্যালিপ্যাড বাজার এলাকায় গাছের সাথে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক মহলবিশেষ আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের জিগির তোলার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যা এবং তাদের মন্দির, বিগ্রহ ধ্বংসর অব্যাহত হুমকির মাধ্যমে সারা দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এতে সংখ্যালঘু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমন্বয়ে সংখ্যালঘু ঐক্যমোর্চা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টিকারী অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘু শূণ্য করার জন্য নির্বাচনের পূর্বাপর সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা অতীতের চেয়ে ভয়ংকর রূপে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মাঝে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচারণা চালিয়ে উস্কানী দিয়ে চলেছে।
বিবৃতিতে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সাম্প্রদায়িক এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নিরবতা পালন করে চলেছে এবং বেশিরভাগ সময়ে ঘটনাসমূহকে অস্বীকার করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সুশীল সমাজসহ গণতান্ত্রিক সামাজিক শক্তিকে ক্রিয়াশীল ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।
ঐক্যমোর্চা অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সারা দেশব্যাপী চলমান সহিংসতা বন্ধ, ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে সরকারের যথাযথ আশু পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছে। ঐক্যমোর্চা সারা দেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক জনগণ, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক নেতৃবন্দকে সাম্প্রদায়িক শক্তির চলমান মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।
+ There are no comments
Add yours