মংথেনহ্লা রাখাইন
অশান্ত পাহাড়,
শান্ত সারাদেশ,
সবাই যেন মুভি দেখে বসে-
রক্ত ঝরে পাহাড়ের বুকে,
কিন্তু আলো ঝরে না খবরের কাগজে।
নিজের দেশের ক্ষত কেউ দেখে না,
গাজার ব্যথা সবার চোখে জল আনে।
পাহাড়ের কান্না শোনা যায় কেবল-
ছুটির দিনে, ভ্রমণের ছবিতে।
কে জানে পাহাড়ের বুক জ্বলে,
কে জানে পাহাড়ের ঘর পুড়ে,
কে জানে পাহাড়ের সন্তান ঘুমোয়-
অশ্রম্ন আর বারুদের ভেতর?
তবু দেশ নীরব,
তবু দেশ নির্বাক,
অশান্ত পাহাড়ের ইতিহাস
শুধু বাতাসে ভেসে থাকে।